ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ভারত ও পাকিস্তানের জন্য মডেল হতে পারে বাংলাদেশ (ভিডিও)

দুলি মল্লিক

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ১২:৫৭ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

বাংলাদেশ এখন উন্নয়নের চোখ ধাঁধানো মডেল। উন্নয়নের এ অগ্রযাত্রায় রাজনৈতিক এবং অর্থনৈতিক সফলতার চিত্র বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফের সাবেক অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়াম। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জার্নাল প্রজেক্ট সিন্ডিকেটে লেখা নিবন্ধে তিনি বলেন, বাংলাদেশ এখন ভারত এবং পাকিস্তানের জন্য মডেল হতে পারে। 

একাত্তরে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ তখন বিশ্বে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত। ৫০ বছর প্রতিকূল পথ পারি দিয়ে একই দেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন-উৎকর্ষের আর্দশ। প্রজেক্ট সিন্ডিকেট জার্নালে ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের সফল অগ্রযাত্রার চিত্র ব্যাখ্যা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়াম।

তিনি তার প্রবন্ধে বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য জরুরি নাগরিক সেবার খাতগুলো সরকার শুরু থেকেই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর হাতে ছেড়ে দেয়। এতে বিদেশী সহায়তাও বাড়ে। স্বাভাবিকভাবে সরকারের ক্ষমতা হুমকির মুখে পড়ার কথা থাকলেও বাংলাদেশে তা হয়নি। একইক্ষেত্রে সেখানে পাকিস্তান ব্যর্থ, ভারতের অবস্থা দোলায়মান। 

রপ্তানি খাতের কথা তুলে ধরেন অর্থনীতিবিদ অরিন্দম। বলেন, বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ। নারীর অংশগ্রহণ এবং উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এখন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

তবে অতিমাত্রায় এনজিও-নির্ভরতায় রাষ্ট্রবহির্ভূত শক্তি রাজনীতিতে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেন তিনি।

১৯৪৭-এ ধর্মীয় কারণে প্রথমে বৃহত্তর ভারত থেকে, পরে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্বে উন্নয়নে বাংলাদেশের বর্তমান অবস্থানকে অবিশ্বাস্য মনে করছেন অর্থনীতিবিদ অরিন্দম সুব্রামানিয়াম।

ভিডিও-

এএইচ/