ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শাবিতে ‘মানসিক স্বাস্থ্য’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘করোনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় এ প্রোগ্রাম শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।

এসময় বক্তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও করোনাকালীন সময় শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে সে সম্পর্কে পরামর্শ দেন।

সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান। আরও বক্তব্য রাখেন কনসালট্যান্ট সাইকোলজিস্ট এ্যন্ড ট্রেইনার অব নিউরো লিঙ্গুয়েস্টিক প্রোগ্রামের প্রশিক্ষক মিসেস আন্দালিব মাহমুদ ও শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে শিক্ষাজীবন পরিচালনা করতে পছন্দ করে সেভাবে তারা পরিচালনা করবে। করোনাকালীন এই সময়ে সকল কাজে আত্মতুষ্টি খুঁজে বের করতে হবে। কোন অবস্থাতেই মানসিকভাবে দুর্বল হলে চলবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ, অধ্যাপক আমেনা পারভীন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক মো. শফিকুর রহমান চৌধুরী, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল হক। 

এছাড়া, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক মো. আবুল কাসেম, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। 

এসময় অনুষ্ঠানের সভাপতি, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন।

এএইচ/