ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বান্দরবানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০১ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার

ভারীবর্ষণে পাহাড় ধসে বান্দরবানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে এলজিইডি।
বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনে বান্দরবানের ৭টি উপজেলার ১৪টি সড়কে ৩১ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এক সভায় এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রশিদ খান বলেন, আগের যেকোন সময়ের চেয়ে অনেক দ্রুত সড়ক সংস্কার উদ্যোগ নেয়া হচ্ছে। সভায় বান্দরবান এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান ও সহকারী পানি সম্পদ প্রকৌশলী উখাং মং মার্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।