ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ প্রতিরোধ করনীয় শীর্ষক আলোচনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০২ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
'আমিই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে' এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এই বৈঠকে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের সংস্থাটির এডভোকেসি এন্ড সোশ্যাল একাউন্টিবিলিটি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, এপি ম্যানেজার লিওবার্ট চিসিমসহ বৈঠকে অংশগ্রহণকারী সংবাদকর্মীগণ।
বক্তাগণ শিশুবিয়ে বন্ধ করতে শিশু বিয়ে দেওয়ার কারণ অনুসন্ধান, এলাকা ভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে নিয়মিত জনসচেনতামূলক কর্মসূচি পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক একটি সুপারিশ উপস্থান করেন। পরে তারা সবাই শিশু বিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করেন। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কেআই//