ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২২ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ঋণের পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষ্ণ বসাক (৩৩) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি দাদন ব্যবসায়ী, এনজিও এবং সমবায় সমিতির নিকট থেকে পাঁচলক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও বহমতোল গ্রামে এ ঘটনা ঘটে। বিকালে পুলিশ তার শয়ন ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি ওই গ্রামের সেদ্দুরাম সিংহের ছেলে।
কৃষ্ণ বসাকের চাচা মিঠুন চন্দ্র জানান, স্থানীয় এনজিও, কৃষ্ণ বসাক সমবায় সমিতি ও দাদন ব্যবসায়ীদের নিকট থেকে পাঁচ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল। কিন্তু লকডাউনের কারণে ব্যবসায় মন্দাবস্থা দেখা দেওয়ায় এবং ঘন ঘন ঋৃণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ভাবে আমাদের ধারণা হয়েছে।
কৃষ্ণ বসাকের ছেলে সন্দিপ চন্দ্র দাস বলেন, বাবার ব্যবসা ভালই চলছিল। লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসা ভালো হচ্ছিল না। এদিকে স্থানীয় দাদন ব্যবসায়ীদের চাপ সহ্য করতে না পেরে আমাদের অজান্তে গলায় ফাঁস দিয়েছেন। বাবাকে হারিয়ে আমরা নি:শ্ব হয়ে গেলাম।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরকে//