শাবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত
শাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি আট বছর পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি একুশে টেলিভিশনকে এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদোত্তীর্ন এ কমিটি বিলুপ্ত করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মে সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সভাপতি ও ইমরান খানকে সাধারণ সম্পাদক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যেটার মেয়াদ শেষ হয় ২০১৪ সালের ৮ মে।
আরকে//