ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বন্ধ হচ্ছে না সংযোগে থাকা অবৈধ হ্যান্ডসেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

আগামী ১ জুলাই এনইআইআর চালু করছে বিটিআরসি। অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিটিআরসি বলছে, চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বা এনইআইআরে দেশের মোবাইল নেটওয়ার্কে সংযোগে থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ হবে না। 

বৈধ কিংবা অবৈধ—এসব গ্রাহকের হাতে মোবাইল নেটওয়ার্কে সচল থাকা এসব হ্যান্ডসেট ৩০ জুনের মধ্যে বিটিআরসির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। তবে ১ জুলাই এনইআইআর চালুর পর অবৈধ হ্যান্ডসেটে দেশের মোবাইল নেটওয়ার্কে সংযোগ নেওয়া যাবে না।

এক মতবিনিময়সভায় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছিলেন, ‘যে হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে আছে তাঁদের ডিস্টার্ব না করে কাজটি করতে চাই।’
এসএ/