ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ময়মনসিংহে সুস্বাদু ইফতার কিনতে ক্রেতাদের ভিড় হোটেল-রেঁস্তোরাগুলোত

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:০১ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার

ময়মনসিংহে বিভিন্ন পদের সুস্বাদু ইফতার কিনতে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা ভিড় করছেন হোটেল-রেঁস্তোরাগুলোতে। অন্যদিকে, নিম্ন আয়ের মানুষদের ঘরে প্রতিদিন তৈরি হয় না ইফতার। চিকিৎসকরা বলছেন, দোকানের ইফতার অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যসম্মত নয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। 

চিকেনফ্রাই, গ্রিল, চিকেন তন্দুরী, অনথন, রোল,বিভিন্ন ধরণের কাবাবসহ নগরীর অভিজাত হোটেলের সামনে হরেক রকম ইফতারের পসরা। ক্রেতাদেও ভিড় এসব ইফতার সামগ্রী কিনতে। তবে অভিযোগ দাম চড়া।

তবে দোকানীরা বলছেন, এবার বেচাবিক্রি ভালো।
ভিন্ন চিত্র নিম্ন আয়ের মানুষের ঘরে। দোকানের ইফতার কেনা তাদেও জন্য বিলাসিতা। ঘরেও পর্যাপ্ত ইফতার তৈরির সমর্থটুকু নেই তাদের।
এদিকে চিকিৎসকরা বলছেন, হোটেল-রোস্তোরায় তৈরি ইফতার খাওয়ার কারণে পেটের পীড়াসহ নানা রোগ হতে পারে।
ইফতাতের দাম ও মান রক্ষায় নিয়মিত মনিটরিংয়ের দাবি নগরবাসীর।