রাজধানীর নতুন ওয়ার্ডগুলোর সড়কের বেহাল দশা (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৭ পিএম, ২০ জুন ২০২১ রবিবার
ইউনিয়ন ভেঙে সিটি করপোরেশনে যুক্ত হওয়ার কয়েক বছর কাটলেও নতুন ওয়ার্ডগুলোতে এখনো উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বর্ষায় বাসাবাড়ি থেকে বের হতে পারেন না অনেকেই। দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা।
বর্ষার শুরুতেই জল জমে ডোবায় পরিণত হয়েছে সড়কগুলো। দক্ষিণখানের মোল্লারটেক, প্রেমবাগান, গাওয়াইর, কাজী বাড়ি রোড, আমতলাসহ সব সড়কের চিত্রই একইরকম।
ছোট বড় গর্ত তো আছেই, সাথে আছে জমে থাকা কাদা। সড়কের কষ্ট ভোগাচ্ছে স্থানীয়দের।
স্থানীয়রা জানান, মানুষের কোন বিপদ হলে, রোগীকে নিয়ে হাসপাতালে যাবে এরকম কোন ব্যবস্থা নেই। এছাড়া বৃষ্টি হলেই বাড়িতে পানি ঢুকে পড়ে। এমপি-মন্ত্রীরা আসেন, কয়েকটি কথা বলেন কিন্তু কাজের কিছুই হয় না।
তুরাগের কামারপাড়া ও আশপাশের বেশিরভাগ সড়কই যান জনচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা।
ভাঙা সড়কে এখন হাঁটাও কষ্ট। যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে সেই সাথে আছে দুর্ঘটনার ঝুঁকিও।
চালকরা জানান, একবেলা গাড়ি চালালে বুক ব্যথা হয়ে যায়। স্থানীয়রা জানালেন, রাস্তার এই অবস্থার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে।
কাউন্সিলররা বলছেন, বাজেটের অর্থ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসের যুবরাজ বলেন, আমার এলাকায় যে পরিমাণ রাস্তাঘাট আছে, এর প্রায় ৯০ শতাংশই খারাপ।
৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম বলেন, জুলাই মাসের মধ্যে এ অঞ্চলের মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন দেখতে পাবে।
সিটি করপোরেশন বলছে, বাজেট আছে তবে পরিকল্পিত নগরী গড়তে মহাপরিকল্পনা বাস্তবায়নে সময় লাগছে।
ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, যোগাযোগের ক্ষেত্রে আজকে যে জটিলতা রয়েছে সেগুলো থাকবে না। নতুন এলাকার জন্য কয়েক বছরের ব্যবধানে সেখানে প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। রোডগুলো ৭২ ফিট প্রশস্ত করা হবে।
সিটি করপোরেশনের সব সুযোগ সুবিধা পেতে আরও কিছু সময় অপেক্ষার পরামর্শ দিচ্ছে উত্তর সিটি কর্তৃপক্ষ।
ভিডিও-
এএইচ/