কুতুবদিয়া চ্যানেলের কাছে গম বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে
প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১৬ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার
বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলের কাছে গম বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। উদ্ধার করা হয়েছে ওই জাহাজের আরোহী ১৩ নাবিককে।
কোস্টগার্ড জানায়, টেকনাফ কাস্টমসের মাধ্যমে মিয়ানমার থেকে আমদানী করা গম নিয়ে মংলা বন্দরে যাওয়ার সময়, কুতুবদিয়া চ্যানেলের ৭ নটিক্যাল মাইল দূরে, সকাল সাড়ে ৮টার দিকে ডুবে যায় জাহাজটি। এ’সময় আরোহীরা সাঁতরে সৈকতে ফেরার চেষ্টা করেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করে তাদের। জোয়ারের পানি নেমে গেলে লাইটার জাহাজটি উদ্ধারে পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।