কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৫ এএম, ২১ জুন ২০২১ সোমবার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন নির্বাচিত হওয়ায় বাকি ৪ চার ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
মোট ভোট কেন্দ্র ৭৪টি, ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬২৪ চন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ১৮৬ জন ও মহিলা ভোটার ৭৮ হাজার ৪৩৮ জন।
৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এএইচ/