আবারো তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:২৪ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার
গতরাত থেকে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে আবারো তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা।
বহদ্দারহাট, মুরাদপুর, বাদুরতলা, চকবাজার, শুলকবহর, হালিশহর, নিমতলা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে হাঁটু পানিতে। আবারো ধ্বসের আশংকায় বিভিন্ন পাহাড়ী এলাকায় ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে, পাহাড়ী ঢলে আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুন্ডু ও মীরসরাই উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে কয়েকটি মাছের খামার।