ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেমিফাইনাল নিশ্চিত করলেন বেনোয়েত পেরের

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৭ জুন ২০১৭ শনিবার

স্টুটগার্ট ওপেন টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করলেন শিরোপা প্রত্যাশি বেনোয়েত পেরের।
প্রতিপক্ষ পোল্যান্ডের জেরী জানোভিচের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তোলে নেন ফ্রান্সের বেনোয়েত পেরের। প্রথম সেটে ২-০ গেমে জয় নিয়ে এগিয়ে যান ২৮ বছর বয়সী পেরের। পিছিয়ে পড়ে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় জানোভিচ। দ্বিতীয় সেটে ৬-১ গেমে জয় নিশ্চিত করে সমতায় ফিরেন তিনি। তৃতীয় ও শেষ রাউন্ডে ৭-৬ গেমে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন বেনোয়েত পেরের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ স্বদেশী টেনিস খেলোয়াড় লুকাজ পাওয়াইও।