ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৩ জুন ২০২১ বুধবার

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের বাড়ৈখালীতে জন্মগ্রহণ করেন তিনি। তার শিক্ষাজীবন কেটেছে রাজশাহী, ঢাকা, কলকাতা ও যুক্তরাজ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।

অধ্যাপকের পদ থেকে অবসর নেওয়ার পর সিরাজুল ইসলাম চৌধুরী সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘নতুন দিগন্ত’ সম্পাদনা করছেন। প্রবন্ধ, অনুবাদ ও কথাসাহিত্য মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা শতাধিক। তার লেখা বইগুলোর মধ্যে ‘বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক’, ‘বাঙালির জাতীয়তাবাদ’, ‘জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি : ১৯০৫-৪৭’, ‘দুই যাত্রায় এক যাত্রী’ উল্লেখযোগ্য। 

সিরাজুল ইসলাম চৌধুরী সাম্যবাদী রাজনৈতিক দর্শনে অবিচল। তার বিভিন্ন লেখায় সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। তার প্রাঞ্জল ও সুখপাঠ্য রচনাগুলোতে আরও উঠে এসেছে গভীর দার্শনিকতা ও ইতিহাস চেতনা।

শিক্ষক হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। কলাম লেখক হিসেবেও পাঠকপ্রিয়তা পেয়েছেন। সত্তরের দশক থেকে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন তিনি।

তিনি একুশে পদকসহ লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং বহু পদক ও সম্মাননা পেয়েছেন। 
এসএ/