ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৩ জুন ২০২১ বুধবার

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেভাজন জিহাদিদের হামলায় প্রায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরো অনেক কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

একটি সূত্র জানায়, ‘সোমবার সন্ধ্যার দিকে দেশটির সেন্ট্রি-নর্ড অঞ্চলের শহর বার্সালোঘোর কাছে পুলিশ কর্মকর্তাদের একটি গ্রুপ সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকার হয়।’

ওই সূত্র আরো জানায়, সেখানে ভয়াবহ এ হামলায় প্রায় ১০ জন নিহত হন এবং আরো অনেক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

বুরকিনাব নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় একটি  সূত্র জানায়, উত্তর বার্সালোঘোর ছোট গ্রাম ইরগৌতে এ হামলায় ‘অনেক’ কর্মকর্তা নিহত হয়েছেন।

ওই সূত্র জানায়, এ হামলার পর প্রায় ১০ জন নিখোঁজ হন। এদের মধ্যে কয়েকজনকে পাওয়া গেছে।

এদিকে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘সামরিক বাহিনীর সহায়তায় হামলাকারীদের গ্রেফতারে এবং এখনো যেসব কর্মকর্তা নিখোঁজ রয়েছেন তাদেও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরে বলা হয়, জিহাদিদের ব্যাপক তৎপরতায় বুরকিনা ফাসো একেবারে অস্থিতিশীল হয়ে উঠেছে। ২০১৫ সাল থেকে তাদের বিভিন্ন হামলা কমপক্ষে ১ হাজার ৪শ’ জন প্রাণ হারিয়েছেন  এবং প্রায় ১০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।
এসএ/