ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফরিদপুরে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার

ফরিদপুর জেলায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ২১২ জন। যার শনাক্তের হার ৪৮ শতাংশ। একদিনের হিসেবে এটিই জেলায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। 

বুধবার (২৩ জুন) করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস।

এদিকে, ফরিদপুরে কঠোরতার মধ্য দিয়ে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। সকাল থেকেই শহরে প্রবেশ পথের ২৩টি জায়গায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। 

লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচা বাজার ও ওষুধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া শহর থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। 

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন ছিলো বেশ কঠোর। পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নজরদারী ছিলো চোখে পরার মতো। এসময় সরকারি বিধি নিষেধ অমান্যকারীদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেয়া হয়।

এএইচ/