নবীনদের চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে
প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০১:৫৫ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার
ছবি: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লোগো
জনবল নিয়োগের ক্ষেত্রে নবীনদের চাকরির সুযোগ রেখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ‘ডিরেক্ট সেলস টিম মেম্বার (ক্রেডিট কার্ড)’ পদে এই চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন প্রার্থীরা।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া কাজের প্রয়োজনে ব্যাপক ভ্রমণ করার মানসিকতাসম্পন্ন হতে হবে প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে ২২ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন: