বরিশালে কারামুক্তিদের জন্য চাকরির ব্যবস্থা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
বরিশালে কারমুক্তিদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্বচ্ছল কারামুক্তিদের মাঝে সেলাই মেশিন এবং ভ্যানগাড়ি বিতরণ করেছে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধ সংশধন ও পুর্নবাসন সমিতি।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের তত্ত্বাবধানে জেলখানা চত্বরে অস্বচ্ছল কারামুক্তিদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
এ সময় সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম রায়, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস এবং জেল কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
জেলা সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, কারামুক্তিদের মধ্যে রয়েছে ২৬ বছর কারাভোগকারী হত্যা মামলার আসামি পেয়ারা বেগম, মাদকের মামলায় ফাতেমা ও আয়সা বেগম এবং চুরির মামলায় ৭ মাস কারাভোগকারী আব্দুর রহমান।
বিসিকের রিনা কটেজ ফার্মে এদের জন্য চাকরির ব্যবস্থা করে জেলা প্রশাসক।
এএইচ/