বিশ্বে প্রতি ১০ জনে একজনের মৃত্যু ধূমপানে
প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার
বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয় ধূমপানে। আর ধূমপানে যত মানুষ মারা যায় তার অর্ধেকই চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়া- এ চার দেশের মানুষ।
ধূমপান সংক্রান্ত `দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ এর এ প্রতিবেদনটি ১৯৯০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ১৯৫ টি দেশ এবং অঞ্চলের মানুষের ধূমপানের অভ্যাস নিয়ে গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়ছে।
সম্প্রতি প্রকাশিত নতুন এ গবেষণার ফলাফলে দেখা গেছে, ২০১৫ সালে প্রায় ১’ কোটি মানুষ দৈনিক ধূমপান করেছে। পুরুষদের মধ্যে চারজনে একজন এবং নারীদের মধ্যে ২০ জনে একজন ধূমপায়ী ছিল।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধশতাব্দী ধরে ধূমপান নিয়ন্ত্রণের নীতি থাকলেও দিন দিন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধূমপায়ীর সংখ্যাও বেড়ে চলেছে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, ধূমপানে মৃত্যু আরও বাড়বে। কারণ, এ ক্ষেত্রের ব্যবসায়ীরা যেভাবে বাজার বাড়াচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, তাতে ধূমপানে মৃত্যুর হার বাড়বে।
নতুন এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ। সূত্র : বিবিসি