মোংলায় অস্বাভাবিক হারে বেড়েছে করোনা রোগী
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
২৪ ঘন্টার ব্যবধানে মোংলায় করোনা রোগীর শনাক্তের হার অস্বাভাবিক হারে বেড়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ৩১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৪ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ জীবিতেষ বিশ্বাস।
করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ায় বৃহস্পতিবার (২৪ জুন) ভোর থেকে চলমান কঠোর বিধি নিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে বলে জানান ইউএনও কমলেশ মজুমদার।
গতকাল বুধবার (২৩ জুন) শনাক্তের হার ছিল ২২ ভাগ। আক্রান্ত হয়েছিল মাত্র সাতজন। একদিনের ব্যবধানে অস্বাভাবিক করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি হাসপাতালের করোনা ডেডিকেটেড আইশোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন তিনজন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় শতাধিক।
এদিকে মোংলায় প্রশাসনের নিষেধাজ্ঞা কাউকেই মানতে দেখা যায়নি। দোকানপাট খোলা রয়েছে, এমনকি যান চলাচলও ছিল স্বভাবিক।
এএইচ/