করোনার পার্শ্বপ্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারাচ্ছেন পরমা?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার
বেশ কিছুদিন আগেই করোনা থেকে মুক্তি পেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার থেকে আচমকাই বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করেন তিনি। রবিবারে তার দৃষ্টিশক্তি ৮০ শতাংশ চলে গিয়েছে। নেটমাধ্যমে সেই অবর্ণনীয় পরিস্থিতির কথা সামনে এনেছেন পরমা। জানিয়েছেন, গত শুক্রবার, ‘হঠাৎই আমি বুঝতে পারি বাঁ চোখে ঝাপসা দেখছি। রবিবারের মধ্যে বাঁ চোখের ৮০ শতাংশ দৃষ্টি চলে গিয়েছে।’
কী ভাবে ঘটল এই অঘটন? শিল্পীর ভাগ করে নেওয়া পোস্ট বলছে, গত একটি সপ্তাহ পরমার জীবনে যেন দুঃস্বপ্নের মতো কেটেছে। কয়েক সপ্তাহ আগে জ্বর আসে তার। প্রচণ্ড ক্লান্তিও ছিল শরীরে। সেই সময় পরমা চিকিৎসক মণীশ গঙ্গোপাধ্যায়ের অধীনে থেকে চিকিৎসা করান। সেই সময় চিকিৎসক পরমার বেশ কিছু পরীক্ষা করান। কোনও নির্দিষ্ট সংক্রমণ ধরা না পরলেও শিল্পীর সিআরপি-এর মাত্রা অনেকটাই বেশি ছিল।
সেই সমস্যা থেকে সেরেও ওঠেন শিল্পী। তার দাবি, করোনা সংক্রমণ কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন। তার পরেই গত শুক্রবার হঠাৎ চোখে সমস্যা দেখা দেয় তার। শিল্পীর কথায়, ‘কোনও ব্যথা নেই। চোখ থেকে জল পড়া নেই। বাড়তি কোনও কষ্টও নেই। কেবল চোখটা যেন ভারী হয়ে আছে। সেই সঙ্গে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি।’
আর দেরি না করে পরমা যোগাযোগ করেন কলকাতার খ্যাতনামা রেটিনা সার্জেন চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনিও নানা ধরনের পরীক্ষার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, স্টেরয়েড সহ বেশ কিছু ওষুধ তিনি দিয়েছেন শিল্পীকে।
এখন কেমন আছেন পরমা? চোখের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত শিল্পী কথা বলতে পারেননি আনন্দবাজার অনলাইনের সঙ্গে। পরিবর্তে তাঁর পরিবারের পক্ষ থেকে কথা বলেন বিনায়ক মিত্র। তিনি জানান, ‘‘কী ভাবে পরমা এই অঘটনের শিকার হলেন আমরা জানি না। চিকিৎসকেরাও বলতে পারছেন না। তাদের মতে, কোনও কিছু সংক্রমণের কারণে এই অঘটন ঘটতে পারে। আবার অন্য কারণও থাকতে পারে।’’ তবে চিকিৎসকদের দেওয়া ওষুধ ঠিক মতো পড়ায় আর বাড়াবাড়ি কিছু হয়নি শিল্পীর।
বিনায়কের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, পরমার চোখের এই সমস্যা সাময়িক। টানা চিকিৎসায় আগামী দিনে আবার আগের মতোই দৃষ্টিশক্তি ফিরে পাবেন শিল্পী।
বাংলা গানের পাশাপাশি সঞ্চালনাতেও অনায়াস পরমা বন্দ্যোপাধ্যায়। তার সঞ্চালনায় রিয়েলিটি শো 'রোজগেরে গিন্নি' এক সময় ছোট পর্দায় তুমুল জনপ্রিয় হয়েছিল। এছাড়াও তিনি কাজ করেছেন 'এবং ঋতুপর্ণ', 'শুধু তোমারই জন্য' টক শো-এ। পরমার গান শোনা গিয়েছে 'ভূতের ভবিষ্যৎ', 'এলার চার অধ্যায়', 'নৌকোডুবি' সহ একাধিক ছবিতে। তাঁর 'ঘরে ফেরার গান', 'আবার বছর কুড়ি' পরে ডিস্ক ও অ্যালবাম ২টিও শ্রোতাদের বেশ প্রিয়।
এসি