ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আগাম টিকিট বিক্রি শেষ, ভিড় কমেছে টার্মিনাল ও ষ্টেশনগুলোতে

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার

ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চের আগাম টিকিট বিক্রি শেষ হওয়ায় ভিড় কমেছে টার্মিনাল ও ষ্টেশনগুলোতে। এখন চলছে নিয়মিত যাতায়াতের টিকিট বিক্রি। লঞ্চঘাট ফাঁকা, বেশিরভাগ কাউন্টার বন্ধ।  নেই যাত্রীদের আনাগোনা। একই চিত্র বাস টার্মিনাল ও রেল স্টেশনে। তবে ট্রেনের ভিআইপি কোটার টিকিট বিক্রি চলছে। এদিকে বাসে চাঁদাবাজি এবং যাত্রী হয়রানি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার।
ঈদ উপলক্ষ্যে বাস-ট্রেন-লঞ্চের আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে শুক্রবার। তাই খুব একটা ভিড়ও নেই। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া দেশের বিভিন্ন অঞ্চলের বাসের টিকিটও শেষ। ঈদের আগে যাত্রী চাপ সামলাতে বিশেষ সেবা দেয়ার কথা জানালেন পরিবহন কর্মীরা।
সায়েদাবাদে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানিয়েছেন, বাড়তি ভাড়া আদায় আর টিকিট কালোবাজারি রোধে আইন শৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  
এদিকে কমলাপুর রেল ষ্টেশনে টিকিট প্রার্থীদের লাইন নেই বললেই চলে।
তবে আগাম টিকিট শেষ, এখন চলছে ভিআইপি টিকিট বিক্রি। এছাড়া, পর্যায়ক্রমে বিশেষ ট্রেন ছাড়ারও পরিকল্পনা রয়েছে রেলওয়ের।
একেবারে ভিন্নচিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রী নেই, ফাঁকা টিকিট কাউন্টারগুলোও, কিছু আবার বন্ধ।