ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

প্রস্তাবিত বাজেটে আবাসনখাত বান্ধব নয়

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার

ফ্ল্যাট কেনা-বেচায়, শতকরা ১৫ ভাগ ভ্যাট আরোপর করায়, প্রস্তাবিত বাজেটে আবাসনখাত বান্ধব নয়, বলেই মনে করে আবাসন ব্যবসায়ীদের র্শীষ সংগঠন ‘রিহ্যাব’
রাজধানীর একটি হোটেলে আয়োজিত, সংবাদ সম্মেলনে সংগঠনটিরর পক্ষ থেকে এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া, রড, সিমেন্ট, ফ্ল্যাই অ্যাশ, পাথর, বালি সহ বিভিন্ন নির্মান উপকরণের উপর বিভিন্ন আরোপিত শুল্ক আরোপ যথাযথ হয়নি। যা, এই খাতকে হুমকির মুখোমুখি এনেছে বলেও মনে করে সংগঠনটি। তাই, সংশোধিত বাজেটে আবাসন খাতে ইতিবাচক সংশোধনে অনুরোধ জানানো হয়, সংবাদ সম্মেলন থেকে।