ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ জুন ২০১৭ রবিবার | আপডেট: ১২:৩১ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এরই মধ্যে শুরু হয়ে গেছে স্নায়ুযুদ্ধ। পেসার আমির খেলবেন কি- না, এ নিয়ে গোপনীয়তায় পাকিস্তান। প্রথমবারের মত শিরোপা জিততে নিজেদের উজাড় করে দিতে চায় পাকিস্তানিরা। তবে শিরোপা ধরে রাখতে দলে কোনো পরিবর্তন আনছে না ভারত। ওভালে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এ মহারণ।
ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানে বাড়তি উন্মাদনা, স্নায়ুর লড়াই। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আরেকটি মহারণ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
গত আসরের চ্যাম্পিয়ন ভারত ফেভারিট হিসেবে পা রেখেছিল ইংল্যান্ডে। গ্র“প পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানেই হারিয়েছিলো কোহলিরা। মাঝে লংকাদের বিপক্ষে হার ছাড়া টুর্নামেন্টজুড়েই আলো ছড়িয়েছেন শর্মা-ধাওয়ানরা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় অনুপ্রেরণা যোগাচ্ছে ভারতকে। এবার ভিন্ন প্রেক্ষাপট। প্রতিপক্ষ পাকিস্তান, আছে কোটি মানুষের প্রত্যাশার চাপ। শিরোপা ধরে রাখতে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।
এদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান সময়ের সাথে সাথে মেলে ধরেছে নিজেদের। বি গ্র“প থেকে রানার্স আপ হয়ে সেমির টিকেট পায় সরফরাজের দল। ফেবাররিট ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে সবাইকে চমকে দেয় আনপ্রেডিক্টেবল পাকিস্তানিরা। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ পেতে বেশ প্রত্যয়ী আজহার-শোয়েব মালিকরা। ইনজুরি থেকে সেরে উঠলেও মোহাম্মদ আমির ফাইনালে খেলছেন কি-না সে বিষয়টি গোপনই রাখছে পাকিস্তান।
ওয়ানডেতে দুই দলের ১২৮ মোকাবেলায় এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের ৭২ জয়ের বিপরীতে ভারতের আছে ৫২ জয়। তবে আইসিসির বড় টুর্নামেন্টে জয়ের পাল্লা ভারতেরই বেশি।