ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সুজানগরে খাল থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪ এএম, ২৮ জুন ২০২১ সোমবার | আপডেট: ১২:৫৭ এএম, ২৮ জুন ২০২১ সোমবার

পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার রাত দশটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তা বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।  

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, এদিন রাতে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়া হয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। 

সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রথমিকভাবে কোনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ৩০ বছরের কোনো তরুণী হবে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কেআই//