ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর পাচ্ছে নলছিটির ৭০টি গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৩:১৩ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

ছবি:  সংগৃহিত

ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চর বহরমপুরে ঘর নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রথম পর্যায়ে ৪০টি ঘর নির্মাণের শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে এখন ৯৫টি ঘরের নির্মাণ কাজ চলমান।

আজ ২৯ জুন মঙ্গলবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, ৭০টির ঘর নির্মাণ শেষ। এখন পলেস্তারের কাজ চলছে, এরপর রং এর কাজ হবে। বৈরি আবহাওয়ার কারণে কাজ করতে সমস্যা কিছুটা সমস্যা হচ্ছে তারপরও জেলা প্রশাসক স্যারের সার্বিক তদারকিতে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন।  

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঘর। প্রতিটি পরিবারের জন্য ২টি কক্ষ, ১টি রান্নাঘর, ১টি টয়লেট ও সামনে থাকবে টানা বারান্দা। 

নিমার্ণাধীণ ঘর পরিদর্শনে আসেন  জেলা প্রশাসক মো: জোহর  আলী সাথে ছিলেন ইউএনও রুম্পা শিকদার ও পি. আই ও  বিজন  কৃষ্ণ খরাতি

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত চাওয়া মুজিববর্ষে বাংলার মাটিতে একটা মানুষও গৃহহীন থাকবে না। তাঁর নির্দেশ মোতাবেক এই কাজ এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। কাজের অগ্রগতিও সন্তোষজনক। এখন পর্যন্ত নলছিটির ১৩৫টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছেন। 

এ প্রকল্প চলমান থাকছে বলেও জানান ইউএনও রুম্পা সিকদার। 

এই প্রকল্পে সুবিধাভোগীর তালিকায় স্থান পাওয়া নলছিটির বিজয়া বনিক বলেন: ৩০ বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী হারিয়েছি- ৫ সন্তান নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি আশ্রয়ের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আজ আমার মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন, নিজের একটা ঠিকানা হয়েছে। আমি প্রাণভরে আর্শিবাদ করি বঙ্গবন্ধু কন্যাকে।