মেসির আরেকটি রেকর্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
লিয়োনেল মেসির খাতায় অনেক রেকর্ড জমা হয়ে গেছে। এবার আরও একটি রেকর্ড যুক্ত হলো। আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেললেন তিনি। টপকে গেলেন জেভিয়ার মাসচেরানোকে।
সোমবার কোপা আমেরিকায় বলিভিয়ার সঙ্গে খেলা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে দেশের হয়ে ১৪৮টি ম্যাচ খেলা হয়ে গেল মেসির। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন মাসচেরানো। তিনি ১৪৭টি ম্যাচ খেলেছেন।
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। হাঙ্গেরির বিরুদ্ধে সেই প্রীতি ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। সেই অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখেন মেসি। এরপর দীর্ঘ ১৬ বছর পেরিয়ে প্রায় ১৫০ ম্যাচ খেলার দোরগোড়ায় মেসি। এর মধ্যে দেশের হয়ে সবথেকে বেশি ৭৩টি গোল করার রেকর্ড করে ফেলেছেন।
সামনে রয়েছে লাতিন আমেরিকার দুটি রেকর্ড ভাঙার হাতছানি। লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে সবথেকে বেশি গোল করার রেকর্ড এখন পেলের। ব্রাজিলের হয়ে তিনি ৭৭টি গোল করেছেন। কোপা আমেরিকায় সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড চিলির সের্জিয়ো লিভিংস্টোনের। তিনি কোপায় ৩৪টি ম্যাচ খেলেছেন। কোপায় এখনও পর্যন্ত মেসির ম্যাচ সংখ্যা ৩১। আর্জেন্টিনা যদি কোপার ফাইনালে ওঠে তাহলে মেসি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন।
এসি