করুণাময় গোস্বামীর মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪০ এএম, ৩০ জুন ২০২১ বুধবার
সংগীত গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক করুণাময় গোস্বামীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এই দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোস্বামী ১৯৪২ সালের ১১ মার্চ ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোঁসাই কান্দুরা গ্রামে জন্মগ্রহণ করেন করুণাময়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘সংগীত কোষ’ গ্রন্থের রচয়িতা তিনি। সাত বছরের গবেষণার ফল এই গ্রন্থটি সংগীত অভিধান হিসেবে সর্বজন স্বীকৃত। সম্প্রতি তার লেখা ‘দ্যা আর্ট অব ট্যাগর সং’ নামে একটি বই বিশ্বের এক হাজার ২০০টি লাইব্রেরিতে স্থান পেয়েছে। তার লেখা বইয়ের সংখ্যা ৭০। এর মধ্যে রবীন্দ্রসংগীত পরিক্রমা (নব আনন্দে জাগো), রবীন্দ্রসংগীত স্বরলিপি প্রথম ও দ্বিতীয় খণ্ড, রবীন্দ্রনাট্যগীতি, রবীন্দ্রনাথ হ্যান্টিংটন ও ভারত ভাগ, রবীন্দ্রনাথের প্যালেস্টাইন ভাবনা ও অন্যান্য, রবীন্দ্রনাথের গায়ক খ্যাতি, বাংলা গানের বিবর্তন ইত্যাদি উল্লেখযোগ্য।
করুণাময় গোস্বামী ৫০ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
এসএ/