ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন
প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫৫ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার
ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার জাতীয় সংসদে সরকারি দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, দেশে লাইসেন্সবিহীন ও লাইসেন্সের শর্ত ভঙ্গকারী ফার্মেসীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ উৎপাদন ও সরবরাহকারীদের বিচারের আওতায় আনা হচ্ছে। সরকার জেলা প্রশাসকের নেতৃত্বে জেলায় জেলায় ওষুধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মোহাম্মদ নাসিম।