মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক আব্দুল্লাহ শাহরিয়ার আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার | আপডেট: ০৫:৪২ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার
সাংবাদিক আব্দুল্লাহ শাহরিয়ার
বাংলাদেশ টেলিভিশনের 'আমাদের মুক্তিযুদ্ধ' অনুষ্ঠানের সঞ্চালক ও তথ্যচিত্র নির্মাতা, ডাক দিয়ে যায় ডট নিউজের সম্পাদকমন্ডলীর সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক আব্দুল্লাহ শাহরিয়ার সাগর আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর রামপুরার বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, ছেলে, মা, দুই ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। গত রাতে তিনি স্ট্রোক করেন। বুধবার সকাল ৮টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে মরহুমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল্লাহ শাহরিয়ার ১৯৬১ সালের ৭ অক্টোবর ফেনীর ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়নের কাশিপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও একবোন এর মধ্যে তিনি জ্যেষ্ঠ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করে ২০০টিরও বেশি তথ্যচিত্র নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এসব তথ্যচিত্রগুলো আগামি প্রজন্মের কাছে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে।
কেআই//