লঞ্চযাত্রা নিয়ে অনেকেই চিন্তিত
প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৯ জুন ২০১৭ সোমবার | আপডেট: ১১:০৭ এএম, ১৯ জুন ২০১৭ সোমবার
নদীর ভরা মৌসুমে এবার ঈদ উদযাপন হওয়ায় লঞ্চযাত্রা নিয়ে চিন্তিত অনেকেই। বিআইডব্লিউটিএ বলছে, সবদিক বিবেচনা করে যাত্রীসুবিধা তিনগুণ বৃদ্ধি হয়েছে। ঈদের আগে-পরে প্রতিদিন চলাচল করবে ৬ থেকে সাড়ে ৬ লাখ যাত্রী। একইসঙ্গে ফিটনেসবিহীন নৌযানের চলাচলও বাতিল করেছে কর্তৃপক্ষ।
ঈদ আগত। নদীতেও পানি থৈ-থৈ। এই অবস্থায় গন্তব্যে আসা-যাওয়ায় যাত্রীদের সুযোগ-সুবিধা কতোটুকু দিতে পারবে কর্তৃপক্ষ? নাকি অন্যবারের মতোই ফিটনেসবিহীন লঞ্চে দুশ্চিন্তা মাথায় নিয়েই চলতে হবে দক্ষিণবঙ্গের লাখো যাত্রীর। এরিমধ্যে বাড়ানো হয়েছে টার্মিনালের সক্ষমতা। পুরণো সব অনিয়মও দূর করতে বদ্ধপরিকর নৌ-মন্ত্রণালয়।
প্রতিবছর ঈদযাত্রায় থাকে বহুমূখী সমস্যা। পুরণো সব অনিয়ম বদলে এবার যাত্রীভোগান্তি কমাতে কাজ করছে বিআইডব্লিউটিএ’র যৌথ দল।