উপহার হিসেবে ভালো একটি মুঠোফোন
প্রকাশিত : ১০:৫১ এএম, ১৯ জুন ২০১৭ সোমবার | আপডেট: ১১:০৩ এএম, ১৯ জুন ২০১৭ সোমবার
জামাকাপড় কিংবা স্বর্ণালংকারের পাশাপাশি এখন প্রিয়জনকে মোবাইল ফোন উপহার দেওয়া একটা রেওয়াজে পরিণত হয়েছে। বিশেষ করে ঈদে অভিজাত বিপনীবিতান গুলোতে মোবাইল ফোনের ক্রেতাদের ভীড় চোখে পড়ার মতো। বিক্রেতারাও শোরুম সাজিয়েছে নানা ব্র্যান্ডের নানা মডেলের ফোনে।
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি যোগাযোগ অনুষঙ্গ। শুধু কথা বলা নয়, বিশ্বের জ্ঞানবিচিত্রা হাতের মুঠোয় পুরে নিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে টানছে আকর্ষণীয় সব মডেল দিয়ে।
ঈদে কাছের মানুষ কিংবা প্রিয়জনকে উপহার হিসেবে ভালো একটি মুঠোফোন দেওয়ায় আনন্দ খুঁজে পান অনেকে।
আবার কেউ পয়সা জমান পছন্দের মুঠোফোন কিনতে।
ব্যবসায়ীরাও সারা বছরের তুলনায় ঈদ মৌসুমে মুনাফা করেন দ্বিগুন।
উপহার সামগ্রী হিসেবে অলংকারের মতোই জনপ্রিয় এখন মুঠোফোন।