ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লালকার্ড থ্রিলারময় ম্যাচে পেরুর বাজিমাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯ এএম, ৩ জুলাই ২০২১ শনিবার

চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারের শেষ দুটো থ্রিলিং ম্যাচ অনেকদিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের। দুটো ম্যাচই নির্ধারিত দেড় ঘণ্টায় ড্র হয় ৩-৩ গোলে। ক্রোয়েশিয়া স্পেনকে এবং সুইজারল্যান্ড ফ্রান্সকে রুখে দেয়। ইউরোর সেই থ্রিলার এবার দেখা গেল কোপাতেও। আজ শনিবার ভোররাতে প্রথম কোয়ার্টার ফাইনাল দেখালো ছয়-ছয়টি গোল।

লাল কার্ডের কারণে দশ জনের দল নিয়ে দুই দুইবার সমতায় ফিরেও শেষ রক্ষা হলো না প্যারাগুয়ানদের। ৩-৩ গোলে ড্র হলো থ্রিলিং ম্যাচটি। পরে টাইব্রেকারে তাদের ৪-৩ গোলে হারিয়ে চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেল পেরুভিয়ানরা। 

থ্রিলার ম্যাচটায় প্রথমে লিড নেয় প্যারাগুয়ে। ১১ মিনিটে পেরুর জালে বল পাঠান গুস্তাভো গোমেজ। তবে এই এক গোলের জবাবে পরপর দুই গোল করে পেরু। ২১ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর বিরতির আগে লিড এনে দেন জিয়ানলুকা লাপাদুলা। পিছিয়ে পড়া প্যারাগুয়ে বড় ধাক্কাটা খায় প্রথমার্ধের শেষ মুহূর্তে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্কোরার গোমেজ।

তবে দশ জনের দল নিয়েও দ্বিতীয়ার্ধের শুরুতেই মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। যার ফল হিসেবে ৫৪ মিনিটে জুনিয়র আলোনসোর গোলে সমতায় ফেরে তারা। ম্যাচটা তখনই ২-২ গোলে ড্রয়ের আশঙ্কা জাগিয়েছিল। কিন্তু শেষ দিকে হঠাৎই জমে উঠল নাটক। ৮০ মিনিটে গোল করেন ইয়োসিমার ইয়োতিন। গোলটা অবশ্য সৌভাগ্যবশতই পেয়ে যায় পেরু।

ইয়োতিনের শট প্যারাগুয়ের এক ডিফেন্ডারের পায়ে লাগলে পাল্টে যায় বলের গতিপথ। বিভ্রান্ত গোলরক্ষক চেয়ে দেখলেন কীভাবে বল জড়িয়ে গেল জালে। এই গোলের সুবাদে জয়ের স্বপ্নই দেখছিল পেরুভিয়ানরা। কিন্তু পাঁচ মিনিট পর ম্যাচটা নাটকীয় মোড় নেয় আবারও। এবার দশ জনের দলে নেমে আসে পেরুও। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেরুর মিডফিল্ডার আন্দ্রে ক্যারিলো।

কুড়ি জনের লড়াইটা জমে উঠল তাতেই। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গ্যাব্রিয়েল অ্যালাভেসের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে প্যারাগুয়ে। সমতায় থাকা ম্যাচটা কোপা আমেরিকার নতুন নিয়মে চলে যায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণীর এই লড়াইয়েই বাজিমাত করে পেরু। জয় পায় ৪-৩ গোলের ব্যবধানে। 

আর এর ফলে আগামী সোমবার রিও ডি জিনেইরোতে ফাইনালে ওঠার লড়াইয়ে পেরুর প্রতিপক্ষ চিলিকে ১-০ গোলে হারানো স্বাগতিক ব্রাজিল।

এনএস/