ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ, ঘটতে পারে বড় দুর্ঘটনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার | আপডেট: ১২:৫০ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

মিরসরাইয়ের পৌর শহরের ফুটওভার ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ব্রিজটির সিঁড়িগুলো মরিচা ধরে পাতলা হয়ে গেছে, আর এই বর্ষাতে সেগুলো সামান্য বৃষ্টিতে হয়ে যায় স্যাঁতস্যাঁতে। তাতে শিশু, নারী এবং বৃদ্ধরা পড়েন চরম বিপাকে।

জানা যায়, ২০১৫ সালে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইর পোস্ট অফিস সংলগ্ন লোহার ফুটওভার ব্রিজটি। স্থানীয় তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহার হয় মিরসরাই পৌর সদরের এই ব্রিজটি। 
 
দুর্ঘটনা এড়াতে ফুটওভারব্রিজটি নিয়মিত ব্যবহার করেন পৌরসভার বাসিন্দা সুলতানা জেসমিন বিলকিছ। তিনি জানান, কষ্ট হলেও ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হই। কিন্ত দুঃখজনক বিষয় হলো ফুটওভার ব্রিজ দিয়েই রাস্তা পার হতে এখন ভয় আরও বেশি লাগে।

গত শুক্রবার বিকেলে এক বৃদ্ধা নারী ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান। এ ঘটনায় ওই বৃদ্ধার পা ভেঙ্গে যায়। অন্য আরেকটি ঘটনায় এক শিশু তার মায়ের সাথে ওভারব্রিজ ব্যবহার করে গিয়ে সিঁড়িতে পিছলে পড়ে তার পা মচকে যায়। এরকম দুর্ঘটনা হরহামেশাই ঘটছে ব্রিজটিতে।

ফুটওভার ব্রিজটি নিয়মিত ব্যবহারকারী খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। বৃষ্টিতে সিঁড়িগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এতে দুর্ঘটনার শংকা বেশি। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য এটি বিপদজনক।

জানা যায়, ২০১৯ সালে একটি কন্টেইনারের ধাক্কায় ফুটওভার ব্রিজটি মহাসড়কের পশ্চিম দিকে বেঁকে যায়। তবে এ ঘটনায় ব্রিজটির এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি।

এ ব্যাপারে চট্টগ্রামের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা একুশে টিভির অনলাইনকে বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। কেউ অভিযোগও করেনি, বিষয়টি আমি খতিয়ে দেখা হবে। 

এএইচ/