ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

ভারতীয় কাশ্মীরে সহিংসতায় নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার | আপডেট: ০১:৩২ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য। কাশ্মীরে গত দু’সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২ জুলাই) স্থানীয় পুলিশ সূত্রে এ খবর জানা যায়। কাশ্মীর উপত্যকার রাজপোড়া এলাকায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হলে এ ছয়জন প্রাণ হারায়। 

পুলিশ বলছে, নিহত পাঁচ জঙ্গি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য।

এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও চলতি সপ্তাহগুলোতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কুলগ্রাম বনাঞ্চলে সৈন্যদের হামলায় সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের ভারতপন্থী ১৪ নেতা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এরপরই কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে। 

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকেই কাশ্মীরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা শুরু হয়। দিনে দিনে তা বাড়তে থাকে। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার লোক প্রাণ হারায়, যার অধিকাংশ বেসামরিক নাগরিক।

বর্তমানে এই অঞ্চলে প্রায় পাঁচ লাখ ভারতীয় সৈন্য রয়েছে।

এএইচ/