ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৯ জুন ২০১৭ সোমবার

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৯১টির, আর ৫৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৪০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪৭৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৭৫টির, আর ২৮টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।