ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৯ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১৯ জুন ২০১৭ সোমবার

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। দ্রুত পুনর্বাসন চেয়েছেন তারা। রাঙ্গামাটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো সচল হয়নি। খাগড়াছড়ির কয়েকটি উপজেলায় ঢলের পানি অনেকটা নেমে গেলেও সবজির ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, মৌলভীবাজারের লাউয়াছড়ায় রেল লাইনের উপর পাহাড় ধসে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ ব্যাহত হচ্ছে।
পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত ২ হাজরেরও বেশি মানুষের ঠাই এখনো আশ্রয়কেন্দ্রেই। সেনাবাহিনী ও প্রশাসনের সম্বনয়ে তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা চললেও, স্বাভাবিক জনজীবনে ফিরতে পারেনি তারা। কবে নাগাদ পুর্নবার্সন হবে তা নিয়ে সংকিত এসব ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
এছাড়া জেলার বিধ্বস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো সচল না হওয়ার মানুষের ভোগান্তি কাটেনি। সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের তত্তাবধানে সংস্কার কাজ চলছে। তবে সড়কগুলো পুরোপুরি চালু হতে আরো সময় লাগবে বলে তারা জানিয়েছে।
এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ঢলের পানি অনেকটা নেমে গেছে। তবে এসব জায়গার নিম্নাঞ্চলে সবজির ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, মৌলভীবাজারের লাউয়াছড়া বনের বাগমারা এলাকায় রেল লাইনের উপর পাহাড় ধসে বন্ধ হয়ে যায় সিলেট অভিমুখে ট্রেন চলাচল।
পরে বেলা ১২টার দিকে মাটি সরিয়ে নিতে শুরু করে শ্রমিকরা। সাময়িকভাবে চালু হয় ট্রেন যোগাযোগ।