আইসিটি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে ভারত ও ভিয়েতনাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে গত মঙ্গলবার একটি ওয়েবিনারের আয়োজন করে। করোনা মহামারির সময়ে দুই দেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
ওয়েবিনারে ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী নগুয়েন হু দং বলেন, ‘বিশ্বে ছড়িয়ে পড়া করোনা মহামারির এই সময়ে এই ইভেন্ট একটি সময়োপযোগী পদক্ষেপ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) এই দুই দেশের অনেক অভিজ্ঞতা, আইডিয়া শেয়ার ও বিনিময় করার আছে। এর ফলে দুই দেশের আইসিটি খাতে উন্নয়ন ঘটবে।’
ওয়েবিনারে অংশগ্রহণকারীদের তিনি বলেন, ‘জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজির মাধ্যমে ভিয়েতনাম ২০২২ সালের মধ্যে জাতীয় জিডিপিতে ডিজিটাল অর্থনীতির অংশকে ২০ শতাংশে এবং ২০৩০ সালের মধ্যে প্রায় ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।’
ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে আইসিটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই খাতে ভারত ও ভিয়েতনাম দুই দেশরই উচ্চ লক্ষ্য রয়েছে বিশেষত চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে। তাই আইসিটিতে আরও সুযোগ বাড়াতে এটিই উপযুক্ত সময়।
ওয়েবিনারে ভিয়েতনাম ও ভারতীয় বিশেষজ্ঞরা তাদের অভিমত, আইসিটি খাতে সুযোগ-সুবিধা শেয়ার করেন। ডিজিটাল ট্রান্সফরমেশন, কোভিড-১৯ মোকাবিলায় প্রযুক্তি সমাধান, সাইবার সিকিউরিটি ও ফাইভ-জি প্রযুক্তি ভিয়েতনামের বিশেষ মনোযোগের জায়গা। সূত্র: ভিয়েতনাম নিউজ, এশিয়া নিউজ নেটওয়ার্ক
এসি