ভারতে নতুন করে আক্রান্ত ৪৩ হাজার, মৃত্যু ৯৫৫ জন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার
ভারতে গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৭১ জন করোনা আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন এবং সংক্রমিত রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন।
রোববার (৪ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
একদিনে নতুন করে ৯৫৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট ৪ লাখ ২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে কমে মোট ১.৫৯ শতাংশ এবং জাতীয় কোভিড ১৯ পুনরুদ্ধার হার ৯৭.০৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ১৮৩ জন কমেছে। শনিবার ১৮ লাখ ৩৮ হাজার ৪৯০ জনের করোনা টেস্ট হয়েছে, ভারতে এ পর্যন্ত ৪১ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৯৫৩ জনের টেস্ট হয়েছে।
এসি