পাহাড় ধসের ঝুঁকিতে খাগড়াছড়ির পার্বত্য জনপদের হাজারো পরিবার
প্রকাশিত : ১২:৫২ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:২১ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার
টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় হাজারো পরিবার। তাদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম চলছে। জেলার অর্ধশতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। এদিকে, বৃষ্টিতে তলিয়ে যাওয়া বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চলের পানি নেমে গেছে। ।
পাহাড়ধসে পাবতাঞ্চলে প্রচুর প্রানহানি ঘটলেও এখনো ঝুঁকির মধ্যে রয়েছে অনেক এলাকা। খাগড়াছড়ি জেলায় হাজারো পরিবার ঝুঁকির মধ্যে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। এরমধ্যে অতিঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত সদর উপজেলা শালবন, সবুজবাগ মোল্লাপাড়া, কুমিল্লাটিলা ও কলাবাগানসহ আরো কিছু এলাকা।
পাহাড় কেটে বা পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে এমন ঝুঁকি নিয়ে বসবাস করছেন এলাকাবাসী।
ঝুঁকিপূর্ন স্থানে বসবাসকারিদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ৯টি উপজেলায় চলছে মাইকিং। এরইমধ্যে জেলার অর্ধশতাধিক ঝুঁকিপূর্ন পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি রোধে জোর তৎপরতা চলছে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে গত দু’দিনের বর্ষণে খাগড়াছড়ির তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকার পানি কমেছে।