ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা পজিটিভি ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৭০ জনের মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে দেড়শ’ বেডের বিপরীতে এখন ২২০ জন রোগী ভর্তি রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রোগী রয়েছেন।

বরিশালে করোনা সংক্রমণের হার বেড়েছে। রোববার রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ১১২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭। 

এদিকে, কঠোর লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকলেও বিভিন্ন এলাকায় গণমানুষের উপস্থিতি দেখা গেছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন।

নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও হিরন পয়েন্টেসহ চৌমাথায় সেনাবাহিনীর নজরদারি দেখা গেছে। 

এএইচ/