ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরিয়ায় আমেরিকার বৃহত্তম সেনা ঘাঁটিতে বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার

সিরিয়ায় বিস্ফোরণের ফাইল ছবি

সিরিয়ায় বিস্ফোরণের ফাইল ছবি

সিরিয়ায় আমেরিকার সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি ‘বিশাল’ বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরব এই দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে ওই মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত।

সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ‘ধারাবাহিক’ কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে। 

লন্ডন-ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল-আরাবিয়া টিভিকে বলেছে, তেলক্ষেত্রটিতে একাধিক রকেট আঘাত হেনেছে।

সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ’র গণমাধ্যম শাখার প্রধান ফরহাদ শামির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা টুডে’ জানিয়েছে, তেল ক্ষেত্রটির পশ্চিম প্রান্তে দু’টি রকেট আঘাত হেনেছে।

তবে অন্যান্য সূত্র বলেছে, তেলক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

এসি