লন্ডনের মসজিদে হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৪০ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার

উত্তর লন্ডনের ফিনসবারি পার্কের মসজিদে হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ।
লন্ডন পুলিশের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ড্যারেন অসবর্ন। তিনি একাই এই হামলার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ হামলাকে ইসলামবিদ্বেষী বলে অভিহিত করে আসছেন মুসলিম নেতারা। ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলেও শংকিত মুসলিম সম্প্রদায়। সোমবার রাতে উত্তর লন্ডনের ফিঞ্চবুরি পার্কের কাছে নামাজ শেষে ফেরার পথে পথচারীদের ওপর গাড়ি হামলায় একজন নিহত হন।