সুদিপ্তর কন্ঠে এবার ‘ আমি অধম মানুষ নারে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার
আমাদের বাউল গান। আধুনিকতার আবরণে এ যেন এক ভিন্নতার স্বাধ। যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন বদলেছে নতুন প্রজন্মের রুচি। তেমন বেড়েছে ইউরোপিয়ান চর্চাও। তবে বাস্তবতা হলো ইউরোপিয়ান চর্চার মধ্যেও কদর বেড়ে চলেছে আমাদের সেই বিনোদনের মূল ‘বাউল গান’।
বাংলার তরুণ প্রজন্ম আজও ধরে রেখেছে গানের শেখড় বা বাউল গান। তাদের মাধ্যমেই এখন বিশ্বসমাদৃত বাংলার ফোক গান। আর তাইতো শিল্পী সুদিপ্তর কন্ঠে এ আর রাজের কথায় আমরা সেই বউল সুর শুনতে পাই। গানটিতে বাঙালীর চিরচেনা সুর মিশিয়ে আমাদের সমাজে পথে পড়ে থাকা মানুষগুলোর মনের কথাই তুলে ধরা হয়েছে। গানটি কথা লিখেছেন এ আর রাজ। যার কথা ও সুরের সাথে ইতি মধ্য কন্ঠ দিয়েছেন শফি মন্ডল, মনিরখান, এফ এ সুমন রিংকু, বেলালখান, প্রতিক হাসান, ঐশী, খায়রুল ওয়াসী, জামিল হোসেন সহ অন্যান্যরা।
গানটিতে মনের কথা খুঁজে পেল ছোট থেকেই গানকে ভালোবেসে বেড়ে উঠা সুদিপ্ত। আর তাইতো অপেক্ষার প্রহর কাটিয়ে নিজের কন্ঠ ও সুরে গেয়েই ফেলল সবার সামনে। Media Voice এর ব্যানারে গত ০৭/০৭/২০২১ রিলিজ হয় 'আমি অধম মানুষ নারে' শিরোনামের গানটি।
গানটির সঙ্গীত আয়োজন করে হাফিজ বাউলা। সব মিলে চমৎকার এই গানটি নিয়ে সুদিপ্ত বলে, 'গানটি আমার মনে গভীরভাবে নাড়া দেয়। তাই ভাল লাগা থেকেই গানটি করেছি। ভাল কথার গান পেলে সামনে আরও কিছু গান গাইবো। আশা করি আমাদের গানটা আপনাদেরকে একটা মেসেজ দিবে।
আরকে//