ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

নোবিপ্রবি শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় আনার সিদ্ধান্ত 

নোবিপ্রবি সংবাদদাতা  

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের  ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ জুলাই) এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ বিভিন্ন হল প্রভোস্টরা। 

হল প্রভোস্টদের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় রোল/আইডি, শিক্ষার্থীর নাম, প্রভিশনাল এনআইডি/জন্ম নিবন্ধন/বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র থাকাদের ক্ষেত্রে পরিচয়পত্রের নাম্বার প্রদান বাধ্যতামূলক), মোবাইল নাম্বার, কক্ষ নং(হলে বসবাসরত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) আবাসিক/অনাবাসিক: আবাসিক হলে আবাসিক অনাবাসিক হলে অনাবাসিক লিখে নিজ নিজ হলের ই-মেইলে ভাষা শহীদ আব্দুস সালাম হল: ash@office.nstu.edu.bd, হযরত বিবি খাদিজা হল :provost.bkh@office.nstu.edu.bd, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল: muh.nstu@gmail.com, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: bfh2nstu@gmail.com এ আগামী ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের এসব তথ্য দিতে বলা হয়েছে। 

যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের এনআইডি/প্রভিশনাল এনআইডি/জন্ম নিবন্ধন/বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কপি সংযুক্ত করে তথ্য প্রেরণ করতে বলা হয়েছে(এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন/স্বাস্থ্য মন্ত্রণালয়/শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এবং শিক্ষার্থীকে সিদ্ধান্তের আলোকে অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের)। 

উল্লেখ্য, হল প্রভোস্টগণ নিজ নিজ ব্যবস্থাপনায় ই-মেইল আইডি প্রদান করার ব্যবস্থা করবেন। ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে তাদের নতুন করে তথ্য প্রেরণ করতে হবেনা।

আরকে//