ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫ এএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সাদেক হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ এনামুল হাসান জানান, করোনায় আক্রান্ত জেলা সদরের ওই ব্যক্তি মঙ্গলবার দুপুরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির সময় থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই ব্যক্তির অক্সিজেন সেচুরেশন ৩৫-এ নেমে যায়। এ অবস্থায় ওনাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়। এরই মধ্যে তিনি মারা যান।
কেআই//