ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সাবেক সাংসদ তোফাজ্জল হোসেনের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার মৃত্যু বরণ করেছেন। অসুস্থ্য হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় প্রফেসার পাড়ার নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। 

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, এমপি। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

শোকবর্তায় ডেপুটি স্পিকার বলেন, মরহুম তোফাজ্জল হোসেন তার জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ছিলেন। তার মৃত্যুতে দল তথা জাতি একজন বলিষ্ঠ, সৎ ও নিবেদিত নেতা হারালো। 

তিনি আরও বলেন, তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপুরণীয় ক্ষতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে এই বীর মুক্তিযোদ্ধার নাম চির অম্লান হয়ে থাকবে।

এএইচ/