হাইতির প্রধানমন্ত্রীর ‘ষ্টেট অব সীজ’ ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৩ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
হাইতির প্রধানমন্ত্রী দেশে ‘ষ্টেট অব সীজ’ ঘোষণা করেছেন। দেশের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ক্ষমতা বৃদ্ধির এই অনুমোদন দেয়া হয়েছে। দারিদ্র্যপীড়িত দেশটির প্রেসিডেন্ট সন্ত্রাসী হামলায় তার নিজ বাসায় নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী ক্লাউদ জোসেফ বলেন, ‘সংবিধানের ১৪৯ অধ্যাদেশ প্রয়োগ করে আমি একটি বিশেষ মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছি মাত্র এবং সেখানে আমরা দেশব্যাপী ‘ষ্টেট অব সীজ’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেসিডেন্ট জোভেনেল মইসি তাঁর পোর্ট-অ-প্রিন্সের নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মধ্যরাতে হামলা চালায় এবং তাঁকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।
৫৩ বছর বয়সী জোভেনেল মইস তাঁর পূর্বসূরি মিশেল মার্টেলি পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় ছিলেন। তাঁর আমলে দেশটি প্রায়ই সহিংস সরকারবিরোধী বিক্ষোভে জর্জরিত হয়েছে।
এসএ/