কলারোয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১২:২৬ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সাতক্ষীরার কলারোয়ায় রেজাউল ইসলাম (৫৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন জানান, ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন, আবজাল হোসেন ও আজগর হোসেন বেশ কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা গতকাল দোকানে এসে মারপিট শুরু করে। এ সময় পিতা ছুটে আসলে তাকে মারপিট ও বুকে লাথি মারলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে তাকে আহত অবস্থায় কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে অভিযুক্ত উজ্জ্বল হোসেন জানান, পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে তাদের পাওনা টাকা চাইতে
গেলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার অহিদুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন মারা যান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এএইচ/