ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

শেবাচিমের করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন পজিটিভ এবং উপসর্গে নিয়ে মারা যান ৯ জন। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। একই সময়ে বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এ তথ্য নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৬৮ জন। শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ১৬০ জন রোগী ভর্তি আছেন। 

শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৫১ দশমিক ৮৫ শতাংশ।

এএইচ/